রবিউল আলম,গাজীপুর থেকে :
র্যাব-১ এর পৃথক অভিযানে রাজধানীর ডেমরা এবং গাজীপুর মহানগরীর টঙ্গী হতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার॥ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ ।
গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখ র্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলা হতে ট্রাকযোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গাজীপুর জেলার দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ০৯;৪৫ ঘটিকার সময় জিএমপি, টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের্^ সেনা কল্যান ভবনের সামনে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জসিম উদ্দিন (২৮), পিতা- মৃত সিদ্দিক আহাম্মদ, জেলা- কক্সবাজার এবং ২) মোঃ রাসেল (২০), পিতা- মৃত বাদশা মিয়া, জেলা- কক্সবাজার’দ্বয়কে ৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ) টাকা), মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি ট্রাক, ০৩ টি মোবাইল ফোন, ০৪ টি সীম কার্ড এবং নগদ ৪,০০০/- টাকাসহ আটক করে। একই দিন আনুমানিক ১৫৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর অপর একটি আভিযানিক দল ডিএমপি, ডেমরা থানাধীন মিরাপাড়া, রামপুর বনশ্রী টু ষ্টাফ কোয়ার্টার হাইওয়ে রোডের পূর্ব পাশে চট্টগ্রাম ভিআইপি টিম্বার এন্ড ‘স’ মিল এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ নিলুফা বেগম (২৮), স্বামী- মোঃ আনোয়ার হোসেন, জেলা- গাজীপুর’কে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা), ০১ টি মোবাইল ফোন ও নগদ ১,০০০/- টাকাসহ আটক করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১।