বিশেষ প্রতিবেদক :
বর্তমান সমাজে একজন জন্মগত তৃতীয় লিঙ্গ (হিজরা)। তিনি অন্যদের মতো সাধারন জীবন যাপন করে আসছিল , চলার পথে একটা সময় কিছু ব্যক্তির সাথে তার পরিচয় হয় এবং তিনি তাদের সাথে চলাফেরাও করতেন, কোন একটা সময় আমন্ত্রণ জানায় যে, মাকসুদা তুমি আমাদের সাথে কাজ করো কিন্তু তিনি রাজি হয় নি, তিনি বললেন আমি তোমাদের মতো চাঁদাবাজি করবো না আমি সাধারন জীবনযাপন করবো,এই কথায় নাখোশ হয় তারা, পুরুষ রুপী কিছু নতুন হিজরা দাবী করে তারা কিন্তু প্রকৃত ভাবে হিজরা নয়। ইকবাল ( রুমানা), জুয়েল (রুপমতি), হাবিব ( নাছরিন), বিল্লাল ( সুশমিতা), সুমন( পিনকি), গনি ( বৃষ্টি) , বাবুল( পুতুলি), তারা কেউ হোমনার বাসিন্দা নয় কিন্তু তারা এখানে অবৈধ কর্মকাণ্ড করে। তাদের কে এ সকল কাজে বাধা দেওয়ায় মাকসুদা আক্তারের উপর হামলা চালায় এবং তাকে এলাকা থেকে বিতারিত করে, সাথে গুরুতর ভাবে জখম করে এবং তিনি হুমকির মুখোমুখি হয়ে এখন পলাতক রয়েছেন। তিনি বর্তমানে প্রশাসনের কাছে ওনার নিরাপত্তা চায়। এবং ওনার থেকে কিছু টাকা-পয়সা আত্মসাৎ করে সেই মামলা আদালতে চলমান। মাকসুদা হিজরা হয়েও খারাপ পথে যেতে অবৈধ ভাবে রোজগার করতে আগ্রহী নয়.সমাজের সাধারণ মানুষের মতো জীবন যাপন করে বাঁচতে চায়,তাই দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কাছে সে সহযোগিতা সহ নিরাপত্তা কামনা করেন