বাহাদুর চৌধুরী :
নোয়াখালী কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিক বোরহানউদ্দীন মুজাক্কির হত্যাকাণ্ডের আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বোরহানউদ্দিন উপজেলার কর্মরত সাংবাদিক বিন্দু।
আজ মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারী ) সকাল ১১টায় বোরহানউদ্দিন বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে বোরহানউদ্দিন থানার চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মাবনবন্ধনে বোরহানউদ্দিন উপজেলার সকল দায়িত্বরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্নতা পোষণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক বোরহানউদ্দীন মুজাক্কির হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
এছাড়াও আসামীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের শেষের দিকে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি দ্বীনইসলাম রুবেল, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হাছনাইন, শাহাবাজপুর সংগঠনের সভাপতি মনিরুজ্জামান, সিনিয়ার সাংবাদিক ইন্দ্রজিৎ দে, সিনিয়ার সাংবাদিক মনিরুজ্জামান স্যার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর ভোলা জেলার সহ-সভাপতি চৌধুর,, বোরহানউদ্দিন শাখার সভাপতি হেলাল উদ্দিন( নয়ন) অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ, এম এরশাদ, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের বোরহানউদ্দিন শাখার সাধারন সম্পাদক মিজানুর রহমান,অর্থ বিষয়ক সম্পাদক রিয়াজ ফরাজী,অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাওন, এইচ এম মোরর্শেদ, মুহাম্মদ মুজাহিদ সামীম, মাসুদ রানা হাছনাইন হাওলাদার, মোঃ জুয়েল, মোঃ রাকিব, মোঃ পলাশ তালুকদার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর বোরহানউদ্দিন শাখার সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মোঃ আজীম, মোসাম্মদ কামরুন নাহার শীলা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ