Doinik Bangla Khobor

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা জরুরী : সিভিল সার্জন

এস এম বাদশা হোসেন, সাতক্ষীরা থেকে :
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে এবং এপর্যন্ত ১০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সাতক্ষীরায় এখনো কোন ডেঙ্গুরোগীর সন্ধান বা সদর হাসপাতালে ভর্তি হয়নি বলে জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম ভয়েস অব সাতক্ষীরাকে জানান, সাতক্ষীরায় ডেঙ্গুরোগীর আশংকা নেই তবে সকলকে অবশ্যই সতর্ক হতে হবে। বাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ ফুলের টব, ডাবের খোলা, ভাঙ্গাচোরা হাড়িপালিত, পুরাতন টাইয়ারের মধ্যে পানি জমতে দেওয়া যাবে না।মশারা সাধারনত এসব যায়গায় ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে থাকে এজন্য তাদেরকে অবশ্যই ধ্বংস করতে হবে এবং তিন দিনের বেশি এসব স্থানে পানি কোনোভাবেই যেন না জমে সেদিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে।

এসময় তিনি আরও জানান, ডেঙ্গু মশা সাধারনত দিনের বেলায় কামড়ায় এজন্য দিনের বেলায় ঘুমানোর আগে অবশ্যই মশারি টানাতে হবে।

ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে তিনি মতামতস্বরুপ বলেন, এই রোগীর প্রথমত জ্বর হয়, জ্বর সেরে গেলে জয়েন্টে জয়েন্টে ব্যাথা হয় ও মাথা ঘোরাসহ শরিরের যেকোন যায়গা হতে রক্তক্ষরণ হতে পারে। এই জাতীয় লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।