Doinik Bangla Khobor

স্টাম্পে লিখে টাকা নিয়ে মহাসড়কে চাঁদাবাজি নেপথ্যে সিকিউরিটি গার্ড রুহুল আমিন

বিশেষ প্রতিবেদক :
সাভার হাইওয়ে নবীনগর টু চান্দুরা গামী জিরানী বাজার মহা সড়কে ব্যাপক চাঁদাবাজি,হাত মেপে জায়গা দিয়ে নন জুডিশিয়াল স্টাম্পে লিখত দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন সিকিউরিটি গার্ড রুহুল আমিন,জিরানী বাজার ইজারা নিলেও মহাসড়ক টি দখলে নিয়েছেন তারা,এখানে জুতার দোকান গেন্ডারিয়ার রস কাঁচা মাল সহ সকল প্রকার দোকান বসিয়ে চাঁদা কালেকশন করা হয়,অপর দিকে চাঁদাবাজ এর মুল হোতা সিকিউরিটি গার্ড রুহুল আমিন এর (01917 221992) মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে রিসিভ করে কথা বলেন না তাছাড়া অযানা কোন নাম্বার সে রিসিভ করছেন না,এস আই মাহবুব এর নিকটে কথা বললে তিনি বলেন ওসি সাহেব এর নির্দেশ সরকারি জায়গায় দোকান বসিয়েছে মিলে ঝিলে না থাকতে পারলে সবগুলো তুলে দেওয়া হবে,কথার সাথে কাজের সম্পূর্ণ সুবিচার করতে পারছেন না প্রশাসন,রোডে দোকান বসিয়ে চাঁদা কালেকশন করার কারনে দির্ঘ যানজট যাত্রীদের তীব্র কষ্ট দেখার কেউ নাই,যারা তুলবে তারা দোকান তোলে না তারা চাঁদা তোলে।