নাজমুল হক (নওগাঁ) :
চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে এই স্লোগান কে সামনে রেখে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত স্বেচ্ছা সেবামূলক সংগঠন ''স্বপ্নপূরণ”এর উপদেষ্টাদের সিদ্ধান্ত অনুযায়ী এবং সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নওগাঁ জেলার রানীনগর উপজেলার অস্থায়ী কার্য্যালয়ে সংগঠনের উপদেষ্টা মোঃ মকলেছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, শিশির আহমেদ শাহান, ফারুক হোসাইন ফরহাদ, মৃদুল ইসলাম এর নির্দেশনা অনুযায়ী উপদেষ্টা ও কোষাধ্যক্ষ মোঃ মোছাদ্দেক আলী ১৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি আবু হোসাইন সজীব, সহ-সভাপতি সাদিয়া সুলতানা সেতু এবং আব্দুল আলিম কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, কোষাধ্যক্ষ মোঃ মোছাদ্দেক আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ পাপ্পু ইসলাম, আইটি সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার এছাড়াও কমিটির সদস্য মোঃ রকি ইসলাম, মোঃ ফাইন আলী, মোঃ রবিউল ইসলাম, রুহুল আমিন, লাবনী আক্তার ও মোঃ রাজু ।
‘‘স্বপ্নপূরণ' স্বেচ্ছাসেবী '' সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য অসহায় আশ্রয়হীন মানুষদের পাশে দাড়ানো, রক্তদান, শিক্ষাসেবা, চিকিৎসা সেবা, অসহায় ও পথশিশুদের প্রয়োজনীয় সাহায্য । স্বপ্নপূরণ' স্বেচ্ছাসেবী সংগঠনদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে ১ শতাধিক অসহায় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী দিয়েছেন এবং ৫ শতাধিক অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এই সংগঠনটি।
সবশেষে নতুন কমিটির অধীনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন উক্ত সংগঠন এর নব নির্বাচন সাধারন সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ এর রানীনগর উপজেলার উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল আলিম ।
সংগঠনের উপদেষ্টারা বলেন, ‘সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমরা নিরলস পরিশ্রম করে যাব। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।