Doinik Bangla Khobor

১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরতে চায় সাবেক চেয়ারম্যান- মোঃ আব্দুল গফুর মোল্যা

মোঃ খাইরুজ্জামান সজিব :
বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও শক্তিশালী রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ ও মুজিব দিশারী নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত দলটি বাংলাদেশের উন্নয়ন, সংগ্রাম ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সুসংগঠিত করে আওয়ামী লীগকে একটি মডেল সংগঠনে রূপান্তরিত করার জন্য খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরতে চান সফল সংগঠক সাবেক চেয়ারম্যান- মোঃ আব্দুল গফুর মোল্যা। বড়,যদি হতে চাও ছোট,হও তবে, বিখ্যাত এই চরন দুটির, কবি হরিচ চন্দ্র সেন যদি বেঁচে থাকতেন আর এই সময় একবার বটিয়াঘাটা
উপজেলায় আসতেন তাহলে তিনি রচনা করতেন লোকমুখে যদি রটে,যেতে চাও গফুর হও,তবে।
বলছি সাবেক চেয়ারম্যান মােঃ আব্দুল গফুর মোল্যা কথা। সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে
রাজনীতিতে পদার্পন করেন। আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী হিসেবে কাজ শুরু করেন পরবর্তীতে আওয়ামী মৎস্যজীবি লীগ খুলনা জেলা শাখার যুগ্ন- আহবায়কের পদ লাভ করেন। এবং আন্তর্জাতিক পর্যায়ের বাংলাদেশ মানবাধিকার কমিশন বটিয়াঘাটা উপজেলার সিনিয়র- সহ- সভাপতির পদ লাভ করেন।
আগামী ১ নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়াও সার্বিক সহযোগিতা কামনা করেন সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মোল্যা। তিনি বলেন আমি সাধারন সম্পাদক নির্বাচিত হতে পারলে ১ নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগ কে বটিয়াঘাটা উপজেলার মধ্যে একটি মডেল সংগঠনে পরিনত করবো। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে। সব সময় সাধারন জনতার পাশে,ছিলাম,আছি থাকবোআগামী তেও ইনশাআল্লা।