বগুড়া সান্তাহারে ফেনসিডিলসহ এক মটরসাইকেলের আরোহী গ্রেফতার

অপরাধ

মতিন খন্দকার টিটু :
বগুড়া আদমদিঘীতে ৫০ বোতল ফেনসিডিসহ এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা। আজ বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহর পোঁওতা রেলগেইট এলাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দানিয়াগাছী গ্রামের জিন্টু আলীর ছেলে বিটুল (৩২)।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহর পোঁওতা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহীর তেলের ট্যাংকির ভিতরে উক্ত পরিমান ফেনসিডিল বহনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে আদমদিঘী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.