কুমিল্লায় বঙ্গবন্ধু ম্যারাথনে অর্ধশত দৌড়বিদের অংশ গ্রহণ

খেলা

বিশেষ প্রতিবেদক :
কুমিল্লায় হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন। ৬ মার্চ রোজ শনিবার সকাল আট ঘটিকায় উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার।
কুমিল্লা সেনা নিবাসের ৪৪ পদাতিক ব্রিগেডের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সাথে প্রতিযোগী ও অতিথিরা জাতীয় সংগীতে অংশ নেন।
সকাল সাড়ে আটটায় গোমতী নদীর শেখ কামাল ক্রীড়া পল্লী থেকে ম্যারাথন শুরু হয়। দৌড়ে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ম্যারাথন ৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় শেষ হয়।
প্রথম হন আরিফুল ইসলাম অন্তর। দ্বিতীয় ও তৃতীয় হন জসিম ও জামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ও ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির হাসান।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, স্থানীর সরকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published.