গাজীপুরের পূবাইলে নদী খনন কাজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অন্যান্য

রবিউল আলম গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নাগদা নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আয়োজনে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় পূবাইলের ৪২নং ওয়ার্ডের বিন্দান এলাকায় ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ২২ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে নাগদা নদী খনন কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি,জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.