বিশেষ প্রতিনিধি :
কুমিল্লায় গত তিন ঘন্টায় ৫০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহ শেষে কুমিল্লা জুড়ে মৌসুমের প্রথম দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারি থেকে অতিভারি বর্ষণে জনজীবনে নেমে এসেছে প্রশান্তি। সেই সাথে মেঘলা আকাশে বিজলী ও বজ্রপাতও অব্যাহত রয়েছে। আগামী আরও ৩ থেকে ৪ দিন কুমিল্লায় এই দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জানা গেছে, সোমবার রাত সারে ১১টায় হোমনা উপজেলার জগন্নাথকান্দি এলাকায় মাছ ধরার সময় বজ্রাঘাতে ২জন নিহত ও আহত হয়ে চিকিৎসাধীন আছে আরো ২জন। অন্যদিকে চাঁদপুর এর কচুয়ায় উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়ন পনশাহী গ্রামে বজ্রাঘাতে আরো এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মোঃ হাবিবুর রহমান।