আওয়ামী দোসর শিক্ষা নির্বাহী প্রকৌশলী আলেক হোসেন জুয়েলের বিত্ত বৈভব এর আয়ের উৎস কি?

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
পৈতিক ভাবে ভারতীয় বংশোদ্ভূত বাপ দাদার আমলে ভারতীদের সাথে রদবদল করে চলে আসেন বাংলাদেশে। তার শৈশব কৈশরে বেড়ে উঠা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন শুরু কুমিল্লা সদর থেকে। পরবর্তীতে ফেনী পলিটেকনিক্যাল কলেজে ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগ নেতা হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু। প্রকাশ্যে ছাত্র রাজনীতি করার সুবাদে কুমিল্লার আওয়ামীলীগ নেতাদের সাথে ছিলো তার বিশেষ সখ্যতা। রাজনৈতিক বলয়ে ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে কুমিল্লা চৌদ্দগ্রাম সংসদীয় আসনের সাবেক এমপি মুজিবুল হক মুজিব এবং কুমিল্লা সদর আসনের তৎকালীন এমপি এটিএম শামসুল হক এর তদবির আর সার্বিক সহযোগিতায় শিক্ষা প্রকৌশলী হিসেবে তার চাকুরী জীবন শুরু।বলছিলাম দুর্নীতিবাজ আওয়ামী দোসর শিক্ষা প্রকৌশলী আলেক হোসেন (জুয়েল) এর কথা। বর্তমানে এই আলেক হোসেন (জুয়েল) “শিক্ষা” নির্বাহী প্রকৌশলী হিসেবে ৫ আগস্টের পর যোগদান করেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরে।

অনুসন্ধানে জানা যায়,চাকুরীতে যোগদানের পর থেকে এই দুর্নীতি আর অবৈধ উপার্জনের মাধ্যমে আলেক হোসেন (জুয়েল) গত ১৫ বছর আওয়ামী শাসনামলে কুমিল্লার সদর আসনের এমপি বাহার এর দালাল হিসেবে কুমিল্লা শিক্ষা দপ্তরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি আর অবৈধ উপার্জনের মাধ্যমে গড়েছেন কুমিল্লার নিজ গ্রামের বাড়িতে বিলাস বহুল দোতলা বাড়ি,ব্যক্তিগত গাড়ি,বিশাল গরুর খামার সহ ২০২৪ সালের ৫ আগস্টের আগে গত ৫ বছরে তার নিজ এলাকার পাশের গ্রামের মো.ইয়ার হোসন এর কাছ থেকে কিনেছেন ৪০ শতক জমি তার বড় ভাই পল্লী ডা.আবুল হোসেন এর কাছ থেকে কিনেছেন ৫২ শতক,আরেক ভাই মোবারক হোসেনের এর কাছ থেকে কিনেছেন ৪০ শতক,তার ভগ্নিপতি আর্মি ইদ্রিস মৈশান এর কাছ থেকে কিনেছেন ৪০ শতক জমি এবং তার নিজ গ্রামের বাসিন্দা এরশাদ এর বাবা ইদ্রিস মিয়ার কাছ থেকে কিনেছেন ১৪ শতক। দৃশ্যমান এই জমি গুলোর মূল্য বর্তমান বাজারে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা। জমি কিনে পুকুর কেটে গড়েছেন বিশাল মাছের ফিশারি সহ গরুর খামারের জন্য জমিতে চাষ করেছেন কয়েক বিঘায় সবুজ ঘাস। এছাড়াও আরো অনুসন্ধানে জানা যায় পার্বত্য এলাকার বান্দরবানে রয়েছে তার বাঙলো বাড়ি রয়েছে প্রায় ৫০ বিঘা জমিতে গাছের বাগান। রাজধানী ঢাকার উত্তরায় গড়েছেন বিলাস বহুল বহুতল ভবন। আলেক হোসেন জুয়েল তার স্ত্রী হাসনা আক্তার মৈশান এর নামে কুমিল্লার চান্দিনা এলাকায় কিনেছেন বিঘা বিঘা জমি। প্রশ্ন হলো একজন শিক্ষা প্রকৌশলীর মাসিক বেতন কত? নামে বেনামে বিঘা বিঘা জমি ক্রয় করা,বাড়ি নির্মাণ করা, গরুর খামার করা এবং ব্যক্তিগত গাড়ি কেনা, গাড়ির মাসিক ম্যান্টেনেস খরচ সহ এতো কিছু গড়ার আয়ের উৎস কি?

এই বিষয়ে জানতে চেয়ে আলেক হোসেন জুয়েল এর সাথে তার সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার কলে চেষ্টা করা হলেও তার মোবাইল সংযোগটি পাওয়া যায়নি।
অনুসন্ধান অব্যাহত রয়েছে পরবর্তীত সংখ্যায় আরো বিস্তারিত প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.