আজ চ্যানেল আইতে ‘জিম্মাদার’

বিনোদন

রিয়েল তন্ময় :
গ্রামীণ পটভূমিতে নির্মিত নাটক ‘জিম্মাদার। রাজীব মণি দাস রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন ফরিদ হোসাইন। আজ (১১ জানুয়ারি) দুপুর ৩:০৫ মিনিটে চ্যানেল আইতে সম্প্রচার হবে টেলিফিল্মটি। গ্রামের সহজ-সরল ছেলে পাভেল। মানুষের কষ্ট দেখলে এগিয়ে না এসে থাকতে পারে না। মানুষের কষ্ট দেখার জন্যই যেন তার জন্ম হয়েছে। তার দীর্ঘদিনের বন্ধু বিপ্লব তাকে বুঝায়, যেভাবে মানুষের উপকার করছে এর জন্য একদিন তাকে বিপদে পড়তে হবে। বিপ্লবের কথাটা পাভেল হাসি দিয়ে উড়িয়ে দেয়। মানুষের বিপদে যদি মানুষ সাহায্য না করে তাহলে কে করবে। গ্রামের বয়জৈষ্ঠ লোক আজম বিপদে পড়ে মেম্বারের দ্বারস্ত হয়। জানায় তার টাকার প্রয়োজন। মেম্বারের কাছ থেকে আজমের টাকা নিতে হলে একজন জামিনদার লাগবে বলে মেম্বার শর্ত দেয়। আজম টাকার জামিনদার অনেককে হতে বলে কিন্তু কেউ রাজি হয় না। সর্বশেষ বাধ্য হয়ে পাভেলের শরণাপন্ন হয়। পাভেল মেম্বারের কাছে টাকার জামিনদার হয়ে আজমের টাকার ব্যবস্থা করে। দিন যায় মাস যায় এক সময় মেম্বার টাকার জন্য পাভেলকে চাপ প্রয়োগ করে। জামিনদার হয়ে পাভেল এরকম বিপদে পড়বে সেটা সে কোনো দিন কল্পনাও করতে পারেনি। পাভেল আজমের কাছে টাকার জন্য গেলে সে বলে দিব। কিন্তু কবে দিবে তার কোনো ইয়ত্তা নেই। একদিকে মেম্বার টাকা জন্য তার উপরে চাপ প্রয়োগ করে যাচ্ছে, অন্যদিকে আজম বিষয়টাকে পাত্তা না দিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাভেলের বিপদ দেখে এগিয়ে আসে বিপ্লব। কিভাবে আজমের কাছ থেকে টাকা তোলা যায় দু’জন পরামর্শ করে।এভাবেই এগিয়ে যায় গল্প।

টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাদিয়া, আব্দুল্লাহ রানা, ইমিলা হক, অবিদ রেহান, নিথর মাহবুব, আহমেদ সাজু, ক্লিনটন রোজারিও, এ.বি রশিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.