আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় উচ্চতর প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ সাইফুল ভূঁইয়া পলাশ

অন্যান্য

এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি :
বিশ্বের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ সাইফুল ভূঁইয়া পলাশ।জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সি” আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা”প্রতিবারের মতো এবারও বিশ্বের ১৭৫ টি রাষ্ট্রের মধ্যে থেকে মাত্র ২০ জনকে ১ মাসের উচ্চতর প্রশিক্ষণের জন্য স্পন্সরশিপ প্রদানের আহ্বান জানিয়েছিলেন।
সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে ১৭৫টি দেশ থেকে প্রাপ্ত
সকল প্রার্থীর আবেদন যাচাই-বাছাই করে ২০ জনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হয়।এবারে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত কর্মকর্তা মোঃ সাইফুল ভূঁইয়া পলাশ।মোঃ সাইফুল ভূঁইয়া পলাশ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নয়কামতা গ্রামের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও বর্তমানে সফল ব্যবসায়ী মোঃ আবুল কাশেম ভূঁইয়া।তিনি নিমসার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রোকেয়া আহসান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর মেরিন ক্যাডেট হিসেবে বাংলাদেশ মেরিন একাডেমি,চট্টগ্রামে যোগদান করেন।বাংলাদেশ মেরিন একাডেমি থেকে প্রথম শ্রেণীতে প্রি-সী ট্রেনিং ও মেরিটাইম সাইন্সে স্নাতক সহ পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।চাকরি জীবনে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পতাকাবাহী জাহাজ সহ বিশ্বের স্বনামধন্য বৈদেশিক পতাকাবাহী জাহাজে সফলতার সহিত দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা (হারবার পাইলট) হিসাবে কর্মরত রয়েছেন।আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা হতে নির্বাচিত হওয়ায় বন্দর কর্তৃপক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন শেষে যেন তিনি বাংলাদেশের বন্দর,সমুদ্র ও মেরিটাইম সেক্টরে আরো বেশি অবদান রাখতে পারেন এই জন্য সকলের দোয়া কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.