আমরা বাংলাদেশকে সম্মান করি, কিন্তু ভয় পাই না: গম্ভীর

খেলা

নিউজ ডেস্ক।।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত-কোহলিদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর। সাদা বলে তার অধীনে মাঠে নামলেও বাংলাদেশ সিরিজ দিয়ে শুরু হবে গম্ভীরের লাল বলের মিশন। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশের প্রশংসা করছেন সাবেক এই ক্রিকেটার। তবে তিনি বলেছেন, তার দল চ্যাম্পিয়নের মতোই খেলবে। চেন্নাই টেস্টের আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন কোচ গৌতম গম্ভীর।

এ সময় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।

সিরিজে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি। আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি।

এই সিরিজে নিজেদের পরিকল্পনা নিয়ে গম্ভীর বলেন, আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ, চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায়, সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।

 বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়ে এই কোচ আরও বলেন, বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। আমাদের প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.