আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা বঙ্গবন্ধুর আর্দেশের সৈনিক মোঃ নুর ইসলাম সাবেক সুযোগ্য চেয়ারম্যান শিমুলিয়া ইউনিয়ন পরিষদ। দুঃসময়ে আওয়ামীলীগের কান্ডারী বিএনপি জামাত জোট সরকারের বর্বর নির্যাতনের শিকার। জনগনের আস্থাভাজন মরহুম নুর ইসলাম চেয়ারম্যানের সুযোগ্য কৃতি সন্তান।
বিশিষ্ট সমাজ সেবক তরুণ প্রজন্মের উদয়মান সাবেক যুবলীগ নেতা মোঃ মাসুদ আল নুর সজিব বঙ্গবন্ধুর আর্দশ এবং পিতার স্মৃতি বুকে ধারণ করে, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারে উন্নয়নের অংশ হিসেবে আসন্ন ইউপি নির্বাচনে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী ।
এলাকা ঘুরে জানা যায়, এইবার হয়তো শিমুলিয়া ইউনিয়ন বাসী ফিরে পাবে সঠিক তাদের নেত্রীত্ব। হয়তো এতদিন পর তাদের যে আশা নুর ইসলাম সাবেক চেয়ারম্যানের মতো কেউ তার হাল ধরবেন। আজকে আমরা আনন্দিত মরহুম নুর ইসলাম চেয়ারম্যানের ছেলে শিমুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী। শিমুলিয়া ইউনিয়ন বাসীর মুখের বানি মাসুদ আল নুর সজিব এর জয়ের ধ্বনি।
এব্যপারে মাসুদ আল নুর সজিব বলেন আমরা দেখেছি আমার বাবা নুর ইসলাম সাবেক চেয়ারম্যান শিমুলিয়া ইউনিয়ন পরিষদ, বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় তখন তিনি ছিলেন আওয়ামী লীগের চেয়ারম্যান, তাকে বিভিন্ন মামলায় জরানো সহ বিভিন্ন ভাবে অত্যচার নির্যাতন করতো। তিনি কষ্টে থেকেও মানুষের কষ্ট দেখে একা-একা কান্না করতো, আমার মা বলতো দেখ আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। আমি নেতা হতে নয়, সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমর বাবা শিমুলিয়া ইউনিয়ন বাসীর মানুষের কাছে আস্থার প্রতীক ছিলেন। আমি আমার পিতার আদর্শে বিশ্বাসী। শিমুলিয়া ইউনিয়ন বাসীর অনুরোধে আগামী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দোয়া ও সমর্থন প্রার্থী।