মোঃ সোহাগ আশুলিয়া থেকে :
আশুলিয়া পূর্ব নরসিংপুর এলাকার নরসিংপুর কাশিমপুর রোডে বহু পুরাতন একটি বটগাছ ভারী বৃষ্টির কারণে উপরে পড়েছে বটগাছটি উপরে পড়ে যাওয়ার কারণে কয়েকটি সিএনজি ও মাহিন্দ্রা দুমড়েমুচড়ে যায় খোঁজ নিয়ে জানা যায় বট গাছের গোড়ায় সিএনজি ও মাহেন্দ্র স্টান্ড ছিলো আল্লাহর অশেষ রহমতে কোন হতাহতের ঘটনা ঘটেনি ক্ষতিগ্রস্ত সিএনজি ড্রাইভার সুমন মিয়া বলেন আমরা বটগাছ তলায় গাড়ি রেখে বৃষ্টির কারণে চায়ের দোকানে অপেক্ষা করছিলাম হঠাৎ করে বটগাছটি উপরে সিএনজি ও মাহেন্দ্র উপর পড়ে তিনি আরো বলেন এই করোনা কালীন সময় এবং বর্ষা মৌসুমে আমাদের ক্ষতি অপূরণীয় প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই দেখে তার কোনো আফসোস নেই তবে মানবিক দিক বিবেচনা করে যেন ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদেরকে সহযোগিতা করা হয় এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি