ইরানে আফগান সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তালেবানের বৈঠক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে আন্ত-আফগান আলোচনায় তালেবানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে আফগান সরকারের একটি প্রতিনিধিদল। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই উভয় পক্ষের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হলো। এর আগে কাতারে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে দেশে ক্রমাগত বাড়তে থাকা সংঘাতের ফলে সে আলোচনা এখন স্থগিত রয়েছে। এরইমধ্যে ইরানের রাজধানী তেহরানে আলোচনায় বসে দুই পক্ষ। তাতে মধ্যস্থতা করে ইরান। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। বৃহস্পতিবার তেহরানে আন্ত-আফগান বৈঠকের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ইরান ভবিষ্যতেও এ ধরণের বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে।

দুদিন ধরে চলা এই বৈঠক বৃহস্পতিবার শেষ হয়।
এ নিয়ে একটি সমন্বিত বিবৃতি দেয়া হয়েছে। ছয় ধারাবিশিষ্ট ঐ বিবৃতিতে উভয় পক্ষ যুদ্ধ বন্ধের ওপর গুরুত্বারোপের পাশাপাশি অদূর ভবিষ্যতেই পরবর্তী বৈঠক আয়োজনের কথা বলা হয়েছে। জারিফ বলেন, যুদ্ধ নয় বরং শান্তির পথে সাহসিকতা প্রদর্শন করতে হবে। অতিরিক্ত প্রত্যাশা পরিহার করে ছাড় দেয়ার মনোভাব জোরদার করতে হবে। তিনি আরও বলেন, আফগান জাতি ৪০ বছর ধরে যুদ্ধে আক্রান্ত। যত দ্রুত সম্ভব এই জাতির উচিৎ যুদ্ধ বন্ধ করে উন্নয়নের দিকে মনোনিবেশ করা। প্রতিবেশী দেশ হিসেবে ইরান এ ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.