এক সপ্তাহে ৫টি টি-টোয়েন্টি খেলতে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

খেলা

খেলাধুলা :
প্রায় ৪ বছর পর বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৯ তারিখ ঢাকায় আসবে অজিরা। আগামী ৩ আগস্ট প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়ার সফর ঘিরে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ম্যাচগুলি কখন শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টিনে থাকবেন অ্যারন ফিঞ্চরা। হোটেল সোনারগাঁওয়ে উঠবেন তারা। ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলনে নামবেন ফিঞ্চ-স্টার্করা।

২০১৭ সালে অস্ট্রেলিয়া শেষবার বাংলাদেশ এসেছিল। সেবার দুই টেস্ট খেলেছিল স্টিভেন স্মিথের দল। এবার শুধুমাত্র টি-টোয়েন্টি খেলবেন তারা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল

অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.