এল জেড ফ্যাশন ও ইয়াং ওয়ান গার্মেন্টস, ঢাকা ইপিজেডে পিপি তৈরি করছেন ডাক্তার ও নার্স এর জন্য

অন্যান্য

মোঃ শাকিল আহমেদ :
বিশ্বের কাছে আজ একটি মহামারী আতংকের নাম করোনাভাইরাস। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আজ বিশ্বের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে এই মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের বাহিরে নয়। ইতিমধ্যে বাংলাদেশ সরকার করোনাভাইরাস থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে লকডাউন সহ নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গুলো করোনাভাইরাস থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য বিভিন্ন কার্যকরী ভূমিকা পালন করে আসছেন।ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) এর কোম্পানি এল জেড ফ্যাশন ও ইয়াং ওয়ান কোম্পানি দেশের ডাক্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সুরক্ষার জন্য তৈরি করছেন পিপিই অর্থাৎ পারসোনাল প্রোডাক্ট ইকুইপমেন্ট।
এ ব্যাপারে শনিবার ৪ এপ্রিল ডিইপিজেড এর বেপজার মহাব্যবস্থাপক মোঃ আবদুস সোবহান জানান, ইয়াং ওয়ান ও এল জেড ফ্যাশন দুটি কোম্পানি করোনাভাইরাস মোকাবেলায় যে সকল ডাক্তার ও নার্সসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রয়োগকারী সংস্থা গুলো কাজ করে যাচ্ছে, তাদের সুরক্ষার জন্য শতভাগ নিয়ম মেনে পিপিই তৈরি করছে। এই পিপিই তৈরীর কাজ শেষ হলেই সাথে সাথে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরো জানান, ডি ই পি জেড এ প্রায় এক লক্ষ শ্রমিক কাজ করে। তবে করোনা ভাইরাসের জন্য অনেক প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা করে। আর কিছু প্রতিষ্ঠান খোলা থাকলেও সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে কাজ করে যাচ্ছে। এব্যাপারে বেপজা কর্তৃপক্ষের সাথে সরকার সার্বক্ষণিক ভাবে মনিটরিং করছে।পরে এল জেট ফ্যাশন কর্তৃপক্ষ সাংবাদিকদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার জন্য সাভার ও আশুলিয়ার বেশকিছু সাংবাদিক / সংবাদকর্মীদের মাঝে পিপিই বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.