ঐক্যবদ্ধ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিতে হবে বললেন ডিএফপি মহাপরিচালক

অন্যান্য

বিশেষ প্রতিবেদক :
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সংবাদপত্র সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে ঐক্য বদ্ধ সাংবাদিকতার উপর গুরুত্ব দিতে হবে।আজ সকাল দশটায় ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অরগানাইজেশন (এফবিজেও) প্রতিনিধি দলের নেতৃবৃন্দের সাথে একমত বিনিময় আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এই কথা বলেছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপির) মহাপরিচালক এস এম গোলাম কিবরিয়া। তিনি আরো বলেন, সারা দেশে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং জেলা-উপজেলাগুলোতে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সাংবাদিকতার ক্ষেত্রে বিভাজন বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এতে সাংবাদিকদের মান উন্নয়ন ও সঠিক সাংবাদিকতার মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে। এখন সময় এসেছে সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় এসে সঠিক নেতৃত্ব সৃষ্টি জাতীয় এবং বৃহত্তর স্বার্থে এ কাজটি করা উচিত। ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অরগানাইজেশন (এফবিজেও)’র চেয়ারম্যান ও অপরাধ বিচিত্রা সম্পাদক এস এম মোরশেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাকরাইলের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপির কার্যালয়ে গেলে আলোচনায় ও মদ বিনিময় কালে ডিএফপির মহাপরিচালক সাংবাদিক ও সংবাদপত্রের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদ চেয়ারম্যান লায়ন মোঃ নুরুল ইসলাম, মহাসচিব হানিফ আলী,যুগ্ম সচিব মোঃ ফারুক, কোষাধ্যক্ষ মো: আবু তাহের পাটোয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.