ডেস্ক রিপোর্ট :
গত ২ সেপ্টেম্বর বুধবার কক্সবাজারের মহেশখালীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয় মাইটিভি ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি এবং বাংলাটিভির প্রতিনিধি। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের একটি তদন্ত হওয়া উচিত। একজন ইউপি চেয়ারম্যানের কাছে ওসি প্রদীপের (সাবেক কর্মস্থল মহেশখালী থানার) কর্মকান্ড সম্পর্কে ভিডিও বক্তব্য আনতে গেলে এভাবেই তাদেরকে চৌকিদার দিয়ে বেঁধে রেখে ফটোসেশন করেন। যাহা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে
অন্যদিকে আটককৃত সাংবাদিকরা জানিয়েছেন তাদের একজন দৈনিক খবরপত্র এবং মাইটিভিতে এবং অন্যজন বাংলাটিভিতে আছেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো”র দাবি এগুলো বন্ধ করুন। এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে আজ থেকে নতুন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন তারা।