কারোনা সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

স্বাস্থ্য

স্বাস্থ্য ডেস্ক :
করোনাভাইরাস আক্রান্তের সঙ্গে মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশা। চলতি বছরে এডিস মশার কামড়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ছাড়িয়েছে।

গতকাল (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের তথ্য জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত মোট এক হাজার ৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে ৩৬ জন ঢাকার বাইরের বাসিন্দা। তাদের মধ্যে ৬৮৬ জনই চলতি মাসে আক্রান্ত হয়েছেন। জুনে ২৭১ জন আক্রান্ত হন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে অনেক সুস্থ হলেও, ঢাকার বিভিন্ন হাসপাতালে এখনও ৩১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন একজন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.