কুমিল্লায় পাসপোর্ট এবং বিআরটিএ দালালদের ধরতে র‌্যাবের বিশেষ অভিযান

অপরাধ

বিশেষ প্রতিনিধি,কুমিল্লা থেকে :
কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ সেপ্টেম্বর রবিবার জেলার বিআরটিএ অফিস এলাকা, রেসকোর্স ও নোয়াপাড়া এলাকায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন পাসপোর্ট দালাল এবং ৮ জন বিআরটিএ দালালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা কর্তৃক পাসপোর্ট দালাল কুমিল্লা কোতয়ালী মডেল থানার রসুলপুর গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র মোঃ আনোয়ার হোসেনকে ১৫ দিনের কারাদন্ডসহ ৪২,৬৫০/- টাকা জরিমানা, মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের নিরঞ্জন কিশোর মজুমদারের পুত্র পিন্টু কুমার মজুমদারকে ১৫ দিনের কারাদন্ডসহ ৪৬,৮০০/- টাকা জরিমানা, একই থানার দেবপুর গ্রামের মৃত হাছান আহম্মেদের পুত্র আব্দুল কুদ্দুছ মামুনকে ২,০০০/- টাকা জরিমানা এবং কোতয়ালী থানার রেসকোর্স গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মেজবাহ উদ্দিনকে ১,৯২,৩০০/- টাকা জরিমানা করেন।

এছাড়া ভ্রাম্যমান আদালত বিআরটিএ দালাল কুমিল্লা সদরের কালিয়াজুড়ি গ্রামের মৃত আনু মিয়ার পুত্র হেলাল, জেলার ব্রাক্ষনপাড়া থানার বাগড়া ফকিরবাড়ী গ্রামের আবু তাহের খানের পুত্র পিয়াল খান এবং জেলার কোতয়ালী মডেল থানার কালিয়াঝুড়ি গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র আনোয়ারকে ৭ দিন করে কারাদন্ড, কুমিল্লা সিটির কাপড়িয়া পট্টি গ্রামের তাজুল ইসলামের পুত্র লিটনকে ৫ দিনের কারাদন্ডসহ ৩,০০০/- টাকা জরিমানা, সদরের মাঝিগাছা গ্রামের মৃত সুনীল চন্দ্র দের পুত্র নির্মল কান্তিকে ৫ দিনের কারাদন্ডসহ ২,০০০/- টাকা জরিমানা, ছোটরা গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র ওহিদুজ্জামানকে ২ দিনের কারাদন্ড প্রদান, বুড়িচং থানার মহিষমারা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র বারেককে ৫০০/- টাকা জরিমানা এবং সদর উপজেলার জোড়ামেহার গ্রামের মৃত আঃ মোতালেবের পুত্র মনিরুজ্জামানকে ২০০/- টাকা জরিমানা করা হয়।

জানা যায় পাসপোর্ট ও বিআরটিএ দালালদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.