কুমিল্লায় পিকআপে মাছ রাখার ড্রামে মাদক পরিবহনকালে র‍্যাবের হাতে আটক ৫

আইন আদালত

কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লা মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ২৮ অক্টোবর সকালের র‍্যাব এ অভিযান পরিচালনা করে। র‍্যাব- ১১ সি পিসি -২ কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায় র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্দ থানা দিন চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে অভিনব কৌশলে মিনি পিকআপের পিছনে মাছ রাখার ড্রামের মধ্যে লুকিয়ে গাঁজা পরিবহনের সময় আসামি মোঃ দিপু (২৭), কামরুল ইসলাম (৩০),মোঃ ছোটন মিয়া (৩০),শিপন(৩০),মোঃ মাহফুজ(২৪) নামক পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় আসামিদের হেফাজত হতে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়।।

গ্রেফতারকৃত আসামিদের থেকে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে র‍্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খূচরা মূল্য বিক্রয় করে আসছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহন করতো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.