Doinik Bangla Khobor

কুমিল্লায় সাংবাদিক শাহ ফয়সাল কারীমের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেএসএনপিপি তীব্র নিন্দা

বিশেষ প্রতিবেদক :
কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার পুলিশ অসৎ উদ্দেশ্যে সাংবাদিক শাহ্ ফয়সাল কারীমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। জানা যায়,দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক ভোরের কথার কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ফয়সাল কারীমকে দুটি মামলায় তিন নম্বর আসামি করা হয়েছে।
আরো জানা যায়, গত ২০ ডিসেম্বর রাতে সদর দক্ষিণ মডেল থানায় এই মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি জানতে পেরে সাংবাদিক শাহ ফয়সাল কারীম থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফাকে অবহিত করলে তিনি তদন্ত করে মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম শাহীন আলম সহ সংগঠনটির কেন্দ্রীয় নের্তৃবৃন্দ। সংগঠনটির চেয়ারম্যান এম শাহীন আলম বলেন,গত ২০২৪ সালের ৫ আগস্টের পর কুমিল্লায় মামলা বাণিজ্যের অংশ হিসেবে সাংবাদিকদের নামও মিথ্যা মামলা ও হযরানি থেকে বাদ যায়নি। দ্রুত আইনের মাধ্যমে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।