কুমিল্লার গলিয়ারায় দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

অন্যান্য

মামুন মজুমদার :
“শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিন ইউনিয়ন পরিষদে যথাক্রমে ৬৮ ও ৬৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর দক্ষিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল ,
মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা,গলিয়ারা উত্তর ইউপি চেয়ারম্যান ওবায়েদুর রহমান,গলিয়ারা দক্ষিন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান,
গলিয়ারা দক্ষিন ইউপি’র পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা আক্তার সুমা,ইউপি সচিব মমিনুল ইসলাম,উত্তর গলিয়ারা ইউপি সদস্য মজিবুর রহমান,আনাছ,আবদুল হাকিম,আবু নাঈম,শাহ জাহান,আলী আশ্রাফ,মিজানুর রহমান,জামাল উদ্দিন,মাহবুবুর রহমান,ফাতেমা আলম,লাকী আক্তার,হোসনেয়ারা বেগম,দক্ষিন গলিয়ারা ইউপি সদস্য
জাহাঙ্গীর আলম,জাকির হোসেন,আমান উল্লাহ,আবুল খায়ের,আবুল কাশেম,জিয়াউর রহমান,হানিফ মিয়া,আওলাদ হোসেন,বাচ্চু মিয়া,কোহিনুর ইসলাম,সামছুল নাহার,আলেয়া বেগম।
এ কার্যক্রমে অতিথিরা বলেন,
অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ত্রিশ কেজি চাল বিতরণ করা হচ্ছে ।পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে দুইশত টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুইবছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.