বিশেষ প্রতিবেদন :
কুমিল্লার চৌদ্দগ্রামের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, সাবেক সফল রেলপথমন্ত্রী জননেতা জনাব মো:মুজিবুল হক মুজিব এমপি অত্র এলাকার একটি পৌরসভা এবং তেরটি ইউনিয়নে চৌদ্দজন স্থানীয় জনপ্রতিনিধি নিজ আদর্শে গড়ে তুলেছেন এবং বছরের পর বছর ধরে এই মহান মানুষটির পরিকল্পনা ও নির্দেশনায় জনমানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন।পাশাপাশি তিনি লাখো লাখো নেতাকর্মী তৈরী করে তাদেরকেও বিভিন্ন দু:সময়ে জনগনের পাশে দাঁড়ানোর দীক্ষা দিয়ে এসেছেন
একক নেতৃত্বগুনে সাধারন মানুষ কখনো কোন কিছুর দাবী করার আগেই দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সরকারী, স্থানীয় সংসদ সদস্য কর্তৃক সকল বরাদ্দ।ফলে এখানে কোন হাহুতাশ নাই জনগনের মধ্যে।
যে রাজনৈতিক ব্যক্তিত্ব সপ্তাহে দুই একবার উক্ত ১৪ জন জনপ্রতিনিধি,উপজেল ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ,উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান নিয়ে সমন্বয় সভা করে কার কোথায় কোন কাজ বাকী আছে বা কোন কোন বাকী আছে তার তথ্য নিয়ে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন করে যান সেই জনপদে জনগনের চাহিদা থাকবে এ কথা ভাবাই অমূলক।
করোনার বিরুদ্ধে যুদ্ধে যখন দেশ অবতীর্ণ তেমনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যেন অন্যরকম এক যুদ্ধ ক্ষেত্র।এখানকার মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে এসেছেন আমাদের নেতা মুজিব ভাই।তাই আজ উক্ত এলাকা উন্নত জনপদ তা স্বীকার করতেই হয়,যার রুপকার মুজিব ভাই ।এখানকার মানুষ আল্লাহর রহমত ও মুজিব ভাইয়ের উছিলায় অল্প কদিনে না খেয়ে মারা যাওয়ার মতো অবস্থায় নাই ।আমাদের চৌদ্দগ্রামে দেশের বিভিন্ন জেলা থেকে আসা খেটেখাওয়া মানুষ আছেন দীর্ঘদিন ধরে ।
এদের কেউ কেউ উন্নত জনপদের কারনে এখানে ভোটার হয়েছেন,সংসারী হয়েছেন তা সবাই জানেন।এক পৌরসভা ও তের ইউনিয়নের জনপ্রতিনিধিরা সেইসব মানুষদের ও সকল প্রকার সাহায্য প্রধান করে থাকেন বিভিন্ন দুর্যোগে,এটা বাস্তবায়ন হয়ে থাকে আমাদের নেতার নির্দেশ মেনেই ।
আজ করোনার বিরুদ্ধে যুদ্ধেও আমাদের নেতার প্রদত্ত সাহায্য ও নির্দেশনা অনুযায়ী সকল সম্মানিত জনপ্রতিনিধি স্ব স্ব এলাকায় জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন ,জীবাণুনাশক ঔষধ ছিটাচ্ছেন ,হ্যান্ড স্যানিটাইজার -সাবান -মাস্ক বিতরন করে যাচ্ছেন।
নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন প্রতিদিন ।কি করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে তার সম্পূর্ন নির্দেশনা এবং পরিকল্পনা জননেতা জনাব মো:মুজিবুল হক মুজিব এমপি মহোদয়ের ।উনার নেতাকর্মীরা ও বসে নেই ।কেউ ব্যক্তিগত উদ্যোগে কিংবা কেউ সংঘবদ্ধভাবে করোনা প্রতিরোধে প্রতিদিনই বিভিন্নভাবে অত্র এলাকার জনগনের সেবায় কাজ করে যাচ্ছেন ,যা বিভিন্ন প্রচার মাধ্যমের কারনে সবাই অবগত।
আমাদের নেতার আহবানে সাড়া দিয়ে এলাকার বিত্তশালীরা ও প্রকাশ্য -অপ্রকাশ্য সহযোগীতা করে যাচ্ছেন ।সামাজিক সংগঠনগুলোও অত্র এলাকার জনগনকে সচেতন করার কাজ করছেন ,স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হতদরিদ্র মানুষের সহায় হয়ে পাশে দাঁড়াচ্ছেন ।এটা হলো করোনা প্রতিরোধে কুমিল্লর চৌদ্দগ্রামের ভূমিকা -যার নেপথ্যে একজন জনদরদী নেতা জননেতা জনাব মো:মুজিবুল হক মুজিব এমপি ।
আমরা আমাদের নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।সেই সাথে আমাদের নেতার পুরো পরিবারের মঙ্গল কামনা করছি ।