কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতীতে সবজি বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

অপরাধ

লুৎফুর রহমান রাকিব চৌধুরী,কুমিল্লা থেকে :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা গুনবতীতে মোহাম্মাদ আখতারুজ্জামান {৫০}নামে এক সবজি ব্যবসায়ীয় গাছের সাথে ঝুলিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের ময়ুরপুর মধ্যমপাড়ায় পুলিশের দাবি সে গলায় ফাঁস দিয়ে গাছের সাথে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি তাকে রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ময়ুরপুর গ্রামের মৃত নজির আহমেদ ছেলে মোঃ আক্তারুজ্জামান স্থানীয় গুনবতী বাজারের সবজি ব্যবসায়ী প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি বাজার থেকে বাড়িতে ফিরে আসেন।গভীর রাতে তার পরিবারের আত্নব‍্যিকারে আমরা স্থানীয় লোকজন বের হয়ে এসে বাড়ি থেকে প্রায় তিনশ গজ দূরে একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ পরে সকালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় আতারুজ্জামানের ছেলে মোহাম্মদ কাউসার বলেন।প্রতিদিনের ন‍্যায় বাজার শেষে তার বাবা বাড়িতে ফিরে আসে।এশার নামাজের সময় তার বাবা সহ স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে বাড়িতে গিয়ে এক সাথে রাতে খাবার শেষ করে।পরে তার বাবার মোবাইল ফোনে একটি কল আসলে তিনি বাড়ির।বাইয়ে যান।এর পর থেকে তার ফোন খোঁজ খবর না পাওয়াতে।আমরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করি হ পরে বাড়ি থেকে প্রায় তিনশ গজ দূর রাত ২টায় পর হাতেম মিয়ার আমগাছের সাথে আমার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমরা বেঁচে আছে মনে করে রশি কেটে নামিয়ে দেখিয়ে তিনি মারা গেছেন। এ সময় তার নাক। মুখ।কান এবং পায়ের নখ থেকে রক্ত ঝড়েছিল কাউছার অভিযোগ করে বলেন।আমাদের আমার বাবাকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিকল্পিত ভাবে হত্যা শেষে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। আমার বাবা আত্মহত্যা করতে পারে না।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।প্রথমেই মনে হয়েছিল হত্যার পরিবর্তে বিভিন্নভাবে তদন্ত করে জানা গেছে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তার ভাই নুরুজ্জামান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।আমরা লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.