হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) থেকে :
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ৫ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে নুরুল ইসলামের ছেলে বাহরাইন প্রবাসি মোঃ সাজ্জাত হোসেন এর ঘরে সংঘবদ্ধ ডাকাতের দল ডাকাতি করে সব নিয়ে যায়। ১০-১৫ জনের ডাকাতদলের সকলেই মুখোশ পরিহিত ছিলো। বিল্ডিং এর গেইট ও দরজা ভেঙে প্রায় বিশ ভরি স্বর্ণ, ২ লক্ষ টাকা, টিভিসহ মূল্যবান সব কিছুই নিয়ে যায়। সিসি ক্যামেরা লাগানো থাকলেও এসেই তা খুলে ফেলে এবং হার্ড ডিস্ক নিয়ে যায়।
এই বিষয়ে সাজ্জাতের স্ত্রী ফাতেমা বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। ঘরে কেবল আমার অসুস্থ শ্বশুর, আমি আর আমার ছোট্ট মেয়ে সামিয়া ও ভাগ্নি। তিনি কেঁদে কেঁদে বলেন, আমাকে নিঃশ্ব করে দিয়েছে। তাদের হাত থেকে আমার দ্বিতীয় শ্রেণীতে পড়ূয়া মেয়ের কানের জিনিসটিও রক্ষা পায়নি। আমার ননস, ননদ ও ভাগ্নির গচ্ছিত রাখা স্বর্ণসহ প্রায় ২০ ভরি স্বর্ণ নিয়েছে।
তারা মুখোশ পরিহিত ছিল এবং সকলের হাতে ছিল রাম দা ও শাবল। তাদের বয়স হবে আনুমানিক ২০-২২ বছরের মধ্যে।
রাতেই তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিষয়টি আমাদের খুবই ভাবিয়ে তুলেছে। আমরা চেষ্টা করছি ডাকাত দলের শিকড়সহ উপড়ে ফেলতে। আজকের ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা।
উল্লেখ্য গত ২৮ মার্চ রাতেও তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।