কুমিল্লার ফেয়ার হসপিটালের বিরূদ্ধে ১৪৫ ধারা মামলা

অন্যান্য

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মৌলভীবাজারস্থ ফেয়ার হসপিটালে বিভিন্ন অনিয়মের কারণে দীর্ঘদিন যাবত মালিকদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। হসপিটালের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হসপিটালের এম ডি শংকর দত্ত ০৭ ফেব্রুয়ারী কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পনের জনকে বিবাদী করে ১৪৫ ধারার আবেদন করলে আদালত বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সরেজমিনে তদন্ত করে প্রতিবেদনে দাখিলের আদেশ প্রদান করেন।

পি আর মামলা নং ১২৭, ধারা ফৌ.কা.বি. ১৪৫ সূত্রে যানাযায়, উভয়পক্ষে কোনরূপ শান্তিশৃঙ্খলা ভঙ্গের কোন কাজ করিবেন না। আইনশৃঙ্খলা অবনতি জন্য আপনি/আপনারা উভয়পক্ষে দায়ী থাকিবেন।

এই বিষয়ে ফেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শ্রী শংকর প্রসাদ দত্ত বলেন, আমি হসপিটালের এম ডি হিসাবে আছি। বিবাদীগন নীতিমালা না মেনে হসপিটালে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু সমাধানের আশা করছি।

এই বিষয়ে বরুড়া থানা ওসি রিয়াজ উদ্দিন বলেন, একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা করেছে। আগেরও মামলা চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রতিবেদন পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.