ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় জাহিদুল ইসলাম নামের এক ভুয়া এডিসিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের খৈয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাঙ্গরাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সে মুরাদনগর উপজেলার নিমাইকান্দি গ্রামে বসবাস করে।
মামলার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী গ্রামের মুক্তিযোদ্ধা ফার্মেসির মোঃ রফিকুল ইসলাম এর কাছে এডিসি রেভিনিও পরিচয়ে ড্রাগ লাইসেন্স ও বিভিন্ন ঔষধের মেয়াদ পরীক্ষার নামে ২০ হাজার টাকা জরিমানা করে এবং টাকার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়াতে রফিকুল জেলা প্রশাসক কার্যালয়ে বিষয়টি জানালে জেলা প্রশাসনের নির্দশে বাঙ্গরা বাজার থানার সাব ইনস্পেক্টর ফকরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনর্চাজ মোঃ কামরুজ্জামান জানান, নিজেকে এডিসি রেভিনিও পরিচয় দেয়া জাহিদুল ইসলাম একজন চিহ্নত প্রতারক। তার বিরুদ্ধে দন্ডবিধি ১৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (৫)১৯/০২/২০২০।
বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়।