কুমিল্লার বুড়িচংয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য

অপরাধ

নিজস্ব প্রতিনিধি :
মোঃ মোজাম্মেল হক (পিপিএম) অফিসার ইনচার্জ বুড়িচং থানার নেতৃত্বে গতকাল রাত অনুমানিক সারে ১১টায় এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই মোঃ মিন্নত আলী, এএসআই মোঃ মহসিন আলম, এএসআই মোঃ মেজবাউল আলম, এএসআই মোঃ ওয়াহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ বুড়িচং থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও রাত্রিকালীন টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন ০৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হতে দক্ষিনে কুমিল্লা বিপাড়া পাকা রাস্তার পার্শ্ব হতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১. মোঃ বাবুল হোসেন(৪৪), পিতা-মৃত আরব আলী, মাতা-অফুলা খাতুন, সাং- এতাবারপুর(ওয়ারিশ বাড়ি)) , থানা- চান্দিনা, কুমিল্লা, ২. মোঃ বিল্লাল হোসেন (৩০), পিতা- জয়নাল আবেদীন প্রধানীয়া, মাতা- রেহেনা আক্তার, সাং-ডুব্বী(প্রধানীয় মসজিদ বাড়ী)) থানা- মতলব উত্তর, চাঁদপুর, ৩. মোঃ রবিউল আউয়াল প্রঃ জিসান (২৫), পিতা- জয়নাল আবেদীন, মাতা- ছালেহা বেগম, গ্রাম- মহিদপুর (মোল্লা বাড়ী), থানা- বরুড়া, কুমিল্লা, ৪. মোঃ নুরু মিয়া (৬০), পিতা- মৃত রেজু মিয়া, মাতা- সুফিয়া বেগম, গ্রাম- শিকারপুর(ষোলনল ইউপি) , থানা- বুড়িচং, কুমিল্লাগণকনকে ১ টি দেশীয় তৈরি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, ১ টি লম্বা কিরিছ, ১টি লোহার তৈরি দা, ১টি লোহার দা, ১টি স্টীলের চাপাতি, ১টি এসএস স্টীলের পাইপ, ১ টি লোহার পাইপ, ১টি লোহার রড সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.