বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা জেলার মহাসড়কের পাশে ও আঞ্চলিক সড়কে নিয়মিত জ্যাম সৃষ্টি করে চাঁদা আদায় করে আসছে একটি চক্র।দিন দিন চাঁদা-বাজরা সক্রিয় হয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।ইতিপূর্বে র্যাবের একটি দল কুমিল্লার পালপাড়ায় অভিযান চালিয়ে কয়েকজন কে আটক করে অপরাধের ধারা অনুযায়ী কোর্টে প্রেরণ করে।কিন্তু অন্যান্য স্থানে চলছে রাঘব বোয়ালদের ইশারায় জ্যাম সৃষ্টি করে যত্রতত্র দোকান বসিয়ে দৈনন্দিন চাঁদা আদায়,ও টোল আদায়।আবার কোথাও কোথাও ডাক-বিহীন চাঁদা আদায় করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে ড্রাইভাররা।কারন দেখাচ্ছে অতিরিক্ত জিপি আদায়ের
যেমন বুড়িচং এর ভরাসার,বুড়িচং উপজেলা শহরে,বাড়েশ্বর চৌমুহনী,ব্রাক্ষণপাড়া উপজেলা শহর,বড়ধুশিয়া,চান্দলা,মীরপুর,বাগড়া,শংকুচাইল,ফকির বাজার,কংশনগর,ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন আঞ্চলিক সড়কের স্ট্যান্ড গুলাতে ,দেবিদ্বার,কোম্পানীগঞ্জ সহ জেলার অর্ধ-শতাধিক স্থানে চলছে নিরব চাঁদাবাজি।জন-ভোগান্তি থেকে যাত্রী ও ড্রাইভাররা মুক্তি চায়।এব্যাপারে একাধিক প্রশাসনের লোকদের কাছে অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি বলে জানায় স্থানীয় ভুক্তভোগীরা।নিচে তাদের চাঁদার রশিদ দেওয়া হলো,পরবর্তী অনুসন্ধানে পরের সংখ্যায় প্রকাশ করা হবে