কুমিল্লার লাকসামে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যান্য

আমিনুল ইসলাম :
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে শনিবার (২৩ জুলাই) লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিশ্ব নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুমিল্লার এক জনসভায় বলেন, মাছ হবে বাংলাদেশের ২য় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।

মহান নেতার এই কথাকে প্রাধান্য দিয়ে মাছ উৎপাদন দিন দিন বেড়েই চলছে এবং শহর সহ গ্রামীন জনগোষ্ঠীর ৬০ শতাংশ আমিষ যোগান দেয় এই মাছ।

২০১৪ সালের আদমশুমারী অনুযায়ী কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় জনসংখ্যা প্রায় ৩ লক্ষ। এই উপজেলার মোট আয়তনের মধ্যে ১৪৯৫ হেক্টর জায়গায় পুকুর সংখ্যা ৪,৪৭০ টি, সরকারি পুকুর ৫৬ টি, খাল ১৮ টি, নদী ১ টি এবং হ্যাচারি ১৬টি, ১ টি সরকারি হ্যাচারি বাকি ১৫ টি হ্যাচারি বেসরকারি। লাকসাম উপজেলায় প্রায় ৩ হাজার জন মাছ চাষী ও জেলে রয়েছে।

সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় মৎস্য নিয়ে নানান উদ্ধোগের কথা জানান লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা।
আরও উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.