কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

অন্যান্য

মামুন মজুমদার :
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যাগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,সাংস্কৃতিক ও বিভিন্ন কাজে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল ও অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী খন্দকার ফরিদা ইয়াসমিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা স্বাগত বক্তব্যের প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন,সেই সাথে স্মরণ করেন ৭১ এর নারী মুক্তিযোদ্ধা ও মহর্ষি নারীদেরকে। তিনি বলেন,
নারীর ন্যায্য অধিকার নিয়ে কর্মস্থলে সফলভাবে কাজ করতে পারার পেছনে রয়েছে বহু সাহসী সংগ্রামের ইতিহাস।১৯১০ খ্রিস্টাব্দের ৮মার্চ ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী সম্মেলন।তারপর ১৯১১ সাল থেকে অদ্যবধি ৮ মার্চেই সারাবিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। নারীর কাজের অধিকারও কাজের বৈষম্যের কথা বলতে গিয়ে বেগম রোকেয়া, নবাব ফয়জুন্নেসা সহ বিভিন্ন মহীয়সী নারীদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।সেই সাথে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,বর্তমান সরকার সমতা, জাতিগত বৈষম্যহীনতা, গণতন্ত্র এবং আইনের শাসন ও নারীর প্রতিটি ক্ষেত্রে যেভাবে পদচারণা করেছেন তার জন্য কমনওয়েলথ দক্ষিন এশিয়ার ৩টি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে।বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান।নারীদের অগ্রসর ও সাফল্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করে এগিয়ে যেতে সবার প্রতি আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.