কুমিল্লায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের কর্মসূচি গ্রহণ

জেলার খবর

কুমিল্লা প্রতিনিধি।। 

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই- মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটি।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা প্রেস ক্লাবের অডিটরিয়াম রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন কমিটির কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১১ ও ১২ রবিউল আউয়াল শরীফ মেতাবেক ১৫ সেপ্টেম্বর রাষ্টীয় প্রোগ্রাম অনুযায়ী ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে জশনে জুলুছে বিশাল সমাবেশ, শান্তি মিছিল শহরের বিভিন্ন সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে টাউন হল ময়দানে প্রবেশ করে মিলাদ-কিয়াম ও আখিরী মোনাজাতের মাধ্যমে দোয়ার মাহফিল সমাপ্ত হবে।

 

উদযাপন কমিটির উদ্যোগে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ পবিত্র ঈদই মিলাদুন্নবী উদযাপনের কর্মসূচি অবহিত করেন।কুমিল্লা কেন্দ্রীয় ঈদ ই মিলাদুন্নবী কমিটির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতী মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন আল-মাইজভান্ডারী, জুলুছ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী, প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ মানিক মিয়া খন্দকার আল-মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, সহ-জুলুছ সম্পাদক শাহ মোহাম্মদ ইত্তেহাদুর রশিদ বীপু বখ্শী, নবীনগর বিশ্ব এলাহী মঞ্জিল সাতমোড়া দরবার শরীফের গদ্দিনশীন পীরে তরীকত এড. শাহ মোহাম্মদ আবদুল কাইয়ূম চিশতী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, মহানগর আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার মুদারীস হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াহিদী, মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস, মোহাম্মদ আবুল হাসান বখ্শী,মহানগর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার সম্পাদক মো.রায়হান খাঁন প্রমুখ।

কেন্দ্রীয় ঈদই মিলাদুন্নবী কমিটির নেতৃবৃন্দ জানান, ১৯৭৪ সাল থেকে কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুশের মাধ্যমে সুষ্ঠুভাবে উদযাপন করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.