বিশেষ প্রতিবেদক :
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনা মোতাবেক ১৯ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুমিল্লার কান্দিরপাড় ও মনোহরপুর এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জুতা ও শপিংমলে আজকের তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় একই পণ্যে আগের প্রাইজ ট্যাগের স্থলে নতুন করে প্রাইজ ট্যাগ লাগিয়ে বেশি দামে জুতা বিক্রি করায় বাটার কুমিল্লা কান্দিরপাড় শো রুমকে ২০,০০০ টাকা এবং একই অভিযোগে এপেক্স এর ডিলার মনোহরপুরের তাহিরা ট্রেডার্সকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আমানাত শাহ লুঙ্গির কোম্পানির ৭১০ টাকা মূল্যের স্থলে ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার স্থলে ৬১০ টাকা মূল্যের প্রাইজ ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করায় মনোহরপুর এলাকার কমলা গার্মেন্টসকে ৩০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের দিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।