কুমিল্লায় ভিশন আবাসিক হোটেল অভিযানে নারী-পুরুষসহ আটক ১২

অপরাধ

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় ভিশন আবাসিক হোটেলে আদর্শ সদর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এ সময় সেখান থেকে অনৈতিক কাজে জড়িত ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে “হোটেল ভিশন আবাসিক” হোটেলটিতে পবিত্র রমজানেও বন্ধ ছিলনা অনৈতিক কর্মকান্ড। সেখানে চলতো মাদক সেবনসহ দেহব্যবসা। এ অনৈতিক কর্মকান্ডের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের অভিযানে ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকান্ড, অশ্লিল কাজে যুক্তসহ মাদকাসক্ত থাকায় দন্ড বিধি ১৮৬০ এর ধারায় ২৯৪ (ক) মোতাবেক অপরাধ করায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, আটকদের কোতয়ালী থানায় নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে। অশ্লিল, মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ২০২৩-২৪ সালে হোটেলটিতে অভিযান পরিচালনা করে শতাধিক নারীকে আটক করা হয়েছিল। সেই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও হোটেলটি চালু হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.