বিশেষ প্রতিবেদক :
গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর দক্ষিণে লালবাগ রাস্তার মাথায় মাদক কারবারিদের সাথে র্যাবে গোলাগোলির ঘটনায় ১ র্যাব সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ । র্যাব জানায়, মাদক উদ্ধারে অভিযানে গেলে অতর্কিত গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আহত র্যাব সদস্যের নাম রুবেল হোসাইন। তিনি র্যাব-১১ কুমিল্লা কার্যালয়ে কর্পোরাল হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, মাদকের চালান পাচার হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযানে যাই। হঠাৎ মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। এতে দুই পক্ষেরই লোকজন আহত হয়েছেন।