কুমিল্লায় র‌্যাবের হাতে একজন মাদক ব্যাবসায়ী আটক

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লায় ৮৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার লক্ষীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মুরাপাড়া (পূর্ব পাড়া) গ্রামের মোঃ দুলা মিয়ার ছেলে মোঃ কাউসার হোসেন (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজির ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.