কুমিল্লায় ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি এ কাঠগুলো উদ্ধার করে বন বিভাগ । জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সামাজিক বন বিভাগের কর্মকতা কাজী মোহাম্মদ নূরুল করিম এর নির্দেশে ১৬ ফেব্রুয়ারী ২০২০ রবিবার সকাল আনুমানিক ৯ টায় সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা কর্মচারীগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে ঢাকা অভিমুখী কাভার্ডভ্যান নং ঢাকা মেট্রো-ন-১৫-৩৭১১ থামার জন্য সংকেত দিলে ড্রাইভার সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালাতে থাকে। কাভার্ডভ্যানটির পিছু ধাওয়া করা হলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া নামক স্থানে ড্রাইভার কাভার্ডভ্যান থামিয়ে পালিয়ে যায়। তল্লাশী করে দেখা যায় যে, কাভার্ডভ্যানের প্রায় ২শ ঘনফুট সেগুন কাঠ পরিবাহিত হচ্ছে। গাড়ির মধ্যে পরিবাহিত কাঠের বৈধতার স্বপক্ষে কোন কাগজপত্র না পাওয়াতে এবং কাঠের মধ্যে বন বিভাগের কোনপ্রকার হাতুড়ি চিহ্ন না থাকায় প্রতীয়মান হয় যে, অবৈধভাবে সংগৃহীত সেগুন কাঠ অন্যত্র পাচার করা হচ্ছে। ঘটনাস্থলের আশ-পাশে ব্যাপক তল্লাশী করে এবং জিজ্ঞাসাবাদে কেউ মালিকানা দাবী না করায় স্থানীয় ব্যবস্থাপনায় অবৈধ সেগুন কাঠ বোঝাই ট্রাকটি শাকতলাস্থ কুমিল্লা বন বিভাগীয় কার্যালয়ে আনা হয়েছে। জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এ ব্যপারে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালত, কুমিল্লায় একটি বন মামলা দায়ের করা হয়েছে। মোঃ তোষাররফ হোসেন, ফরেস্ট রেঞ্জারের নের্তৃত্ব অভিযানে অংশগ্রহণ করেন দিলীপ কুমার দাস, ফরেস্টার, আবুল কালাম আজাদ, এম.এ মান্নান, মোঃ জুলফু মিয়া এবং মোঃ আবুল হোসাইন, বন প্রহরী। এ ব্যপারে ফরেস্ট রেঞ্জার মোঃ তোষাররফ হোসেন জানান, মহাসড়কে অবৈধ কাঠ পাচার বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.