মোঃখোরশেদ আলম :
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমান গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮জানুয়ারি) সকাল ১২টায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমান গন্ডা বাজারস্থ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বই বিতরণ উৎসবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃসাইফুল আলম(প্রধান শিক্ষক ) অভিবাক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃখোরশেদ আলম, সমাজসেবক মীর হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান (শুকুল),ইন্দ্রজিৎত চক্রবর্তী, দাতা ওয়াজি উল্ল্যা ভূঁইয়া
স্কুল কমিটির সভাপতি আবু আহমেদ ভৃঁইয়া(সোহাগ),সহ-সভাপতি জাফর আহমেদ
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান,মহিলা শিক্ষিকা সালমা আক্তার,শিখা দেব,কুলছুমা আক্তার,শামীমা,কোহিনুর,আমেনা,ররেশমা,মমতাজ বেগম,সাজেদা আক্তার , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।