কুমিল্লা চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

অন্যান্য

মোঃখোরশেদ আলম :
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মিলাদ, আলোচনা সভা, র‌্যালী ও কাঙ্গালি ভোজের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভা শেষে সাবেক মেয়র মিজানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোক র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

সোমবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে এ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মিলাদ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

পৌরসভা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মধু মেম্বার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা আ’লীগের সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, পৌরসভা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামাল।

উপজেলা যুবলীগ নেতা পরাশ উদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আ’লীগের সহ-সভাপতি মনছুর আলম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী কামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল হাশেম, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রিপন, পৌর আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ইউনুস, সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া, উপজেলা যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন, শুভপুর ইউনিয়ন আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর, পৌর যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী, এমরান হোসেন, আলী হোসেন লিটন, আরিফুর রহমান মামুন, কাজী রানা, রিয়াদ হোসেন, সাইফুল ইসলাম সাইফ, শামীম, মোশারফ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা রিয়াজ, রাশেদ, আব্দুল করিমসহ উপজেলা ও পৌরসভা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.