হালিম সৈকত, কুমিল্লা :
মহান স্বাধীনতার মাসের আজ ১৪ মার্চ দাউদকান্দির গৌরীপুরে রেসিডেনসিয়াল মডেল স্কুল মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে ওই স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মাঝে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বাছাই শেষে আজ ১৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন কর্তৃপক্ষ।
এর মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন, নুসরাত আলম ইকরা, ইশরাত জাহান ইসমা ও ইশরাত জাহান রিতু। এই ৩ জনসহ বাকি সকলকে ক্রমানুসারে নান্দনিক শো-পিস, কলম ও পেড উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে গৌরীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহআলম সরকারের সভাপতিত্বে প্রদান অতিথির বক্তব্য রাখেন, বিকেএ কুমিল্লা পশ্চিম জেলার উপদেষ্টা কবি মো. আলী আশরাফ খান।
বিশেষ অতিথি ছিলেন, সুশীল সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রুহুল আমিন সরকার,
প্রোগ্রেস স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ কেন্দ্র গৌরীপুর শাখার সহকারি পরিচাল মোঃ কামরুল হাসান।
সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নুরুন্নবী,
স্কুলের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শিশির কুমার সাহা, খালেদ কাউসার, সোয়াইব আহমেদসহ
অন্যান্য শিক্ষকবৃন্দ।
পুরষ্কার বিতরণকালে প্রধান অতিথি বলেন,মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো চিত্রাঙ্কন। আজকে এই স্কুলের শিক্ষার্থীরা তাদের মনের ভাব প্রকাশ করলো, এক নান্দনিক উপমা সমৃদ্ধ প্রকৃতিতে ডুব সাঁতার খেলার মাধ্যমে।
এসময় তিনি আরও বলেন, অন্যান্য বিষয়ের মত এই চিত্রাঙ্কনের মাধ্যমে এক সময় তারা আমাদের মুখ উজ্জ্বল করবে বলে আমরা বিশ্বাস করি।