কুমিল্লা নগরীর চৌয়ারা দিঘীর পরিচ্ছন্নতার কাজ শুরু

অন্যান্য

মামুন মজুমদার :
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যাগে
“ক্লিন কুমিল্লা, গ্রীন কুমিল্লা,” “স্বাস্থ্যবিধি মেনে চলুন, পরিস্কার পরিচ্ছন্ন থাকুন,” “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” ও ” আপনার চারপাশ পরিস্কার রাখুন, পরিবেশ বাঁচান” এই প্রত্যয় ধারণ করে সমগ্র কুমিল্লা জেলায় পর্যায়ক্রমে ব্যাপক পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মাছ চাষের উদ্দেশ্যে হাজা-মজা পুকুর সংস্কার কার্যক্রম’ এর আওতায় নগরীর ২৭নং ওয়ার্ড চৌয়ারা দিঘীর কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু করে সদর দক্ষিন উপজেলা প্রশাসন।

সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান,জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলাপ্রশাসকের উদ্যোগে কুমিল্লা জেলার মজা পুকুর সংস্কার করা হচ্ছে। সে ধারাবাহিকতায় দৈনিক ভিত্তিতে ২৫ জন শ্রমিক চৌয়ারা দিঘির কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.