মামুন মজুমদার :
কুমিল্লার বড় ধর্মপুর(কালার ডুনি) এলাকা থেকে ৫০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী শাহপরান ও টিপুমিয়াকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা পুলিশ।
গতকাল রাতে এস আই খাদেমুল বাহার ও এএসআই দেলোয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদককারীকে ইয়াবাসহ আটক করে।আটককৃত আসামীরা হল,
বড় ধর্মপুর(কালার ডুনি)এলাকার শামসু মিয়ার ছেলে টিপু এবং
চান্দিনার দেড়েরা কাওরাপাড় এলাকার মৃত এয়াছিন মিয়ার ছেলে শাহপরান।
এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী বলেন,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।