কুমিল্লা সদর দক্ষিন পুলিশের করোনা সংক্রমণ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচী

অন্যান্য

মামুন মজুমদার ,কুমিল্লা :
করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন, কুমিল্লা সদর দক্ষিন সার্কেল সিনিয়র পুলিশ সুপার প্রশান্ত পাল।আজ সকাল ১১ঘটিকায় কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ আহবান জানান ।
এসময় তিনি আরও বলেন,আমরা চাই না অনাকাঙ্ক্ষিতভাবে কেউ অসুস্থ হোক অথবা কারো মৃত্যু হোক। এজন্য করোনা মোকাবেলায় প্রত্যেককে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে ভুলে না যাওয়ার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানান। এছাড়া,করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতেও অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর দক্ষিন সার্কেল সহকারী পুলিশ সুপার (প্রভি) ইমরুল হাসান,সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী,লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক,কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য দুলাল হোসেন অপু,শিপন,
জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুর রব এবং দৈনিক আমাদের কুমিল্লার সাংবাদিক শাহ ফয়সাল কারীম।
অনুষ্ঠানে সদর দক্ষিন মডেল থানা ও
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.