কুমিল্লা সিটিতে পাচঁশত শ্রমজীবী মানুষের পাশে দাড়ালেন সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূইয়া

অন্যান্য

শাহ ফয়সাল কারীম :
সোমবার কুমিল্লা নগরীর ২২নং ওয়াডেশ্রীভল্লবপুর পশ্চিম পাড়া ,শ্রীভল্লবপুর পূর্ পাড়া ,কচুয়া,দৈয়ারা,হিরাপুর,মোস্তাপুর, এলাকা প্রায়ে পাচঁশত শ্রমজীবীর দরিদ্র অসহায় মানুষদের মাঝে চাল,ডাল,তৈল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ২২নং ওয়াডের সাবেক কাউন্সিলর আলহ্বাজ আব্দুল মালেক ভূইয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম,হাজী সাদেকুর রহমান ,রোটা: সাইফুল ইসলাম মিন্টু,বি ডি আর মো: আনোয়ার,আব্দুল হালিম, মো: কবির,
দরিদ্র অসহায় মানুষদের মাঝে এ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কাউন্সিলর আলহ্বাজ আব্দুল মালেক ভূইয়া বলেন,করোনা ভাইরাসে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই আজ আক্রান্ত হয়েছে। দেশ এবং জাতীকে রক্ষা করতেই সরকার বাধ্য হয়ে সবাইকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছে। এর প্রভাবে আমাদের শ্রমজীবী দরিদ্র মানুষগুলো আজ বেকার হয়ে চরম কষ্টে দিন যাপন করছে। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করার জন্যই আমার আজকের এই ক্ষুদ্র আয়োজন। তিনি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি,সংগঠন,সংস্থা ও প্রতিষ্ঠানকেও দরিদ্র মানুষের এই দু:সময়ে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.