সুমাইয়া আক্তার শিখা :
সারাদেশে কঠোর লকডাউন চলছে, কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪ টি টিম জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে কোভিট-১৯ বিস্তার রোধে সরকারের অরোপিত সকল বিধিনিষেধ বাস্তবায়নে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি দলে একজন করে অফিসার দায়িত্ব পালন করছেন। ২টি টিম ভাদালিয়া বাজার ও শহর বটতলা তে ও ২টি টিম জেলা প্রশাসনের
দায়িত্বে থাকা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সাথে থেকে দায়িত্ব পালন করতে দেখা যায়।
কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার সোহেলুর রহমান জানান, যে মহামারী করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের অরোপিত সকল বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তা বাস্তবায়নের জন্য কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চারটি টিম অন্যান্য বাহিনীর সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এ বাহিনী সর্বদা জনগণের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে বলে জানান তিনি।